কবিতা: পিতলের আবরনে”
কবি: দার্শনিক আব্দুল কাদের মাশরেকী
জাগো মুসাফির তুমি মুছ আঁখি নীর,
ভুলে যাও অতীতের যত গ্লানী অবসাদ
সুখ সুসূপ্তির,
বিজয়ের ব্যর্থতার মান অপমান,
বিলাসের তরে নহে এ জীবন,
মানবের সাধীতে কল্যাণ।
সর্পের খোলস সম এ দেহ যদিবা খসে যায়,
(ভুত চতুষ্টয় মহা ভুতে মিশে যায়)
ক্ষতি নাহি তায়;
পূর্ব্বাচল ভালে অই মেঘ মুক্ত আকাশের কোলে
রক্ত রাগে বিমন্ডিত নবারুণ প্রায়,
তুমি রবে চির দীপ্ত মানবের হৃদয় গুহায়।
বাধ্যর্কের ভয়ে ভীত হ’য়ে মুসাফির
হ’য়ো নাকো ম্রীয়মান, হ’য়োনা অধীর;
পাষান কারায় হের বাঁধা প্রাপ্ত নির্ঝরের জল
সম্বরি গতি বেগ, সুযোগের অপেক্ষায়
রহে অবিচল;
সহস্র বর্ষের পরে, যদি কভু আসে শুভ দিন
ভাঙ্গিয়া পাষান কারা
উদ্দাম সে গতিবেগ বহে নিশি দিন।
দেহের বার্ধক্য নহে বার্ধক্য তোমার;
শৈশব যৌবন জরা
সকলি সে মনের বিকার।
বিস্মৃতির অন্তরালে
মনের অজ্ঞাতে তব নিত্য আনা গোনা
কৌশলীর সু কৌশলে
পিতলের আবরণে তুমি খাঁটি সোনা।
নন্দন কানন, চট্টগাম।
২৫শে জুলাই, ১৯৪৯ইং।
+ There are no comments
Add yours