পুরুষদের একাধিক সঙ্গী থাকাই নিয়ম যে শহরে

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
একজন সঙ্গী থাকলে সেটা নাকি প্রচণ্ড লজ্জার বিষয়! আর তাই পুরুষদের একাধিক সঙ্গী থাকাই নিয়ম। অবাক শোনালেও বিষয়টি একদমই সত্যি। বিশ্বের জনবহুল দেশ চীনের গুয়াংঝায়ের ডংগুয়ান শহরের দৃশ্য এটি।

ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪-এর খবরে জানানো হয়, চীনের গুয়াংঝায়ের ডংগুয়ান শহরে প্রত্যেকেরই থাকে দুজন থেকে তিনজন করে প্রেমিকা। কারণ, এই শহরের প্রায় সব পুরুষে বহুগামী। একজন মাত্র প্রেমিকার সঙ্গে থাকার এখানে কোনো নিয়ম নেই। আশ্চর্যের বিষয় হল এই বিষয়ে আপত্তি নেই নারীদেরও।

পরিসংখ্যান বলছে, এই নিয়মের জন্য দায়ী ওই অঞ্চলের নারী ও পুরুষের অনুপাত। এই শহরে প্রতি ১০০ জন নারী পিছু পুরুষের সংখ্যা ৮৫।

এমন অনুপাতেরও নানা কারণ রয়েছে। এই শহরে একাধিক উৎপাদন সংস্থার কারখানা রয়েছে। সেখানে পুরুষদের বদলে নারী কর্মী নিয়োগ করতে বেশি উৎসাহী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের দাবি, কাজের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা বেশি উৎসাহী, দক্ষ এবং বিশ্বস্ত। এই ধারণার কারণে বিভিন্ন শহর থেকে বিভিন্ন সংস্থা সেখানে নারীকর্মী খুঁজতে আসে। আর সেই কারণে এই শহরে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অসম হারে বেড়ে গিয়েছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours