‘পুষ্পা ২’-এর আইটেম গানে শ্রীলীলা

Estimated read time 1 min read
Spread the love

বিনোদন ডেস্ক॥

ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর ‘ও আন্তাভা’ গানটি একসময় দর্শকমহলে নেশা ধরিয়েছিল। এই আইটেম গানে সামান্থা রুথ প্রভুর লাস্যময়ী নাচের তালে যেন কাবু ছিল ছেলে বুড়ো সবাই। তবে সাড়া জাগানো এই সিনেমার সিকুয়েল ‘পুষ্পা ২’ এর আইটেম গান কে মাতাবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানান জল্পনাকল্পনা। এবার জানা গেলো ‘পুষ্পা–২’ সিনেমার আইটেম গানে কোমর দোলাতে আসছেন দক্ষিণের আর এক সুন্দরী অভিনেত্রী শ্রীলীলা ।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সুকুমার ‘পুষ্পা–২’ সিনেমার আইটেম গানে কোনো পরিচিত মুখের বদলে নতুন মুখ আনতে বেশি আগ্রহী পরিচালক। শোনা যাচ্ছে, তেলেগু সিনেমার জগতের উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা এই দৌড়ে এগিয়ে আছেন। সবকিছু ঠিকঠাক চললে শ্রীলীলাকে নিয়ে এই আইটেম গানের শুটিং খুব শিগগিরই সেরে ফেলবেন সুকুমার।

‘পুষ্পা’ সিনেমার আশাতীত সাফল্য পাওয়ার পর ‘পুষ্পা ২’ কে ঘিরে সবার প্রত্যাশা ক্রমেই বাড়ছে। আর তাই নির্মাতারা দর্শকের সব প্রত্যাশা পূরণ করতে রীতিমতো মরিয়া। প্রায় ৫০০ কোটি বাজেটে নির্মাণ হতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি। এই ছবিতে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়া জগপতি বাবু ও প্রকাশ রাজ মূল ভূমিকায় আছেন।

মার্কিন বংশোদ্ভূত শ্রীলীলা কন্নড় সিনেমার মাধ্যমে নিজের অভিনয়জীবন শুরু করেছিলেন। দু-একটা তেলেগু ছবিতে দেখা গেছে তাকে। এই অভিনেত্রী অভিনেতা পবন কল্যাণের ‘ওস্তাদ ভগত সিং’, মহেশ বাবুর ‘গুন্টুর কারম’ ও বিজয় দেবরাকোন্ডার নাম ঠিক না হওয়া সিনেমার জন্য স্বাক্ষর করেছেন। বেঙ্গালুরুর এক খ্যাতনামা শিল্পপতির মেয়ে শ্রীলীলার জন্ম মার্কিন মুলুকে। তার মা পেশায় স্ত্রীরোগবিশেষজ্ঞ। চার বছর আগে কন্নড় ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই উদীয়মান অভিনেত্রী। এখন তেলেগু ছবির দুনিয়ার দিকে নজর তার। অভিনয়ের পাশাপাশি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তিনি।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours