অনলাইন ডেস্ক॥
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাঁস বহনকারী একটি পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭০০ হাঁসের মধ্যে শতাধিক হাঁস মরে গেছে বলে জানিয়েছেন পিকআপের মালিক মুনসুর আহমেদ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাট্টা গ্রামের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে নেত্রকোনার বারহাট্টা থেকে হাঁসভর্তি পিকআপটি কেন্দুয়ার গগডা বাজারে যাচ্ছিল।
পথে উপজেলার বাট্টা গ্রামের কাচারি মোড় এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভায়।
পিকআপ ভ্যানের মালিক কেন্দুয়ার কান্দিউড়া গ্রামের মনসুর আহমেদ বলেন, পিকআপটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে ৯ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পিকআপ পোড়ানোর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
সূত্র: কালের কণ্ঠ
+ There are no comments
Add yours