নিজস্ব প্রতিনিধি :
হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে অংশ নিচ্ছিলেন পটুয়াখালীর দৌড়বিদ টুকু জামিল। শুক্রবারও তিনি একটি ম্যারথন দৌড়ে অংশ নিতে চট্টগ্রাম আসেন। কে জানতো, এই দৌড়ই হবে তার জীবনের শেষ দৌড়! তার বয়স প্রায় ৫০। এই ৫০ বছর বয়সী দৌড়বিদ ২১ কিলোমিটার দৌড় শেষ করেন। একসময় ফিনিশিং লাইনে পৌঁছে ব্যাপক উল্লাসও প্রকাশ করতে থাকেন। আর ঠিক তখনই ঘটে গেল অনাকাক্সিক্ষত সেই ঘটনা। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তারপর নেওয়া হলেঅ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। নিভে গেল এক ক্রীড়া অন্তপ্রাণের জীবন প্রদীপ। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে শুক্রবার সকালে ‘সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন’ শিরোনামে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ‘টিম চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।
এতে ২১ দশমিক এক কিলোমিটার এবং ১০ কিলোমিটার, দুই ধরনের দৌড় প্রতিযোগিতার আয়োজন ছিল। অংশ নেন সারা দেশ থেকে আসা ৭০০ প্রতিযোগী। টুকু জামিল ২১ কিলোমিটারে অংশ নেন। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে দৌড় ফের সৈকতে এসে শেষ হয়। টুকু জামিলও দৌড় শুরু করে ভালোভাবেই শেষ করেন। এরপর ফিনিশিং লাইন পার হয়ে অসুস্থ হয়ে যান। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, নৌবাহিনী থেকে অবসরে যাওয়া এই দৌড়বিদ টিম পটুয়াখালীর প্রতিষ্ঠাতা। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। দেশের যেখানেই হাফ ম্যারাথন হতো, সেখানেই থাকত তার সরব উপস্থিতি।
+ There are no comments
Add yours