ফেলে রাখা লটারির টিকিটে পেয়ে গেলেন ১১ কোটি টাকা?

Estimated read time 0 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

দীর্ঘদিন ফেলে রাখা জিনিসটিও একটা সময় মহামুল্যবান হতে পারে। আর এভাবেই ফেলে রাখা লটারির টিকিটে পেয়ে গেলেন ১১ কোটি টাকা?
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে মেডফোর্ডের এক বাসিন্দা একটি লটারির টিকিট কেনেন। ওই লটারির মোট পুরস্কার মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তিনি ওই লটারিকে খলিল সোওসা নামের লোকটি বলেন, তাঁর বাড়ির একজন পরিচ্ছন্নতাকর্মী ঘর পরিষ্কার করার সময় ফুলদানিতে এই টিকিটটি পান এবং তাঁকে টিকিটটি দেন।

পুরস্কার ঘোষণার পর দেখা যায়, তিনি ১০ লাখ ডলার জিতেছেন। তিনি লটারি কর্তৃপক্ষকে জানান, তাঁর ইচ্ছা এই অর্থের একটি অংশ আর্থিক সংকটে থাকা এক বন্ধুকে দেবেন। আর কিছু অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।

মেডফোর্ডের সালেম স্ট্রিটের একটি দোকান থেকে টিকিটটি কিনেছিলেন খলিল। মজার ব্যাপার হলো, এখন এই স্টোরের মালিকও ১০ হাজার মার্কিন ডলার বোনাস পেয়েছেন। কারণ, তিনি ‘বিজয়ী’ টিকিট বিক্রি করেছেন।

যুক্তরাষ্ট্রে লটারিতে বিপুল পরিমাণ অর্থ জেতার খবর প্রায়ই পাওয়া যায়। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি ১৭৩ কোটি ডলারের যা বাংলাদেশি ১৯ হাজার কোটি টাকার বেশি লটারি জিতেছিলেন।

সিএনএনের তথ্যমতে, এই অর্থ যুক্তরাষ্ট্রের লটারি ও পাওয়ারবল লটারি গেমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে জুয়া বা লটারি জিতলে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে আয়কর দিতে হয়। কিছু অঙ্গরাজ্যে আবার অঙ্গরাজ্যভিত্তিক আয়কর দিতে হয়। যেমন অ্যারিজোনায় ২ দশমিক ৫ শতাংশ, আবার নিউইয়র্কে ১০ দশমিক ৯ শতাংশ পর্যন্ত।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours