বই পড়ার উপর মনোযোগী হতে হবে- মোকতাদির চৌধুরী এমপি

Estimated read time 1 min read
Spread the love

রুদ্র মোহাম্মদ ইদ্রিস ॥

‘আলোকিত মানুষ চাই ‘ এই শ্লোগানে বিশ্বসাহিত্য কেন্দ্রের পথ চলা। এর প্রতিষ্ঠাতা দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়িদ স্যার।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মননশীল লেখক, মত ও পথ পত্রিকার সম্পাদক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

মন্ত্রমুগ্ধের মতো উনার বক্তব্য শ্রবণ করেন হল ভর্তি প্রিয় শিক্ষার্থীরা ও শ্রদ্ধেয় অতিথিবৃন্দ।

এমপি মহোদয়ের হাত থেকে বই ও সনদ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পুরস্কারপ্রাপ্তরা। তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপর মনোযোগী হতে বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের সত্যিকারের মানুষের মতো মানুষ হওয়ার আহবান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ হামজা মাহমুদ ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর এ এস এম আরিফ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক এস আর ওসমান গণি সজিব।

পুরস্কার প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন তনুজা দেবনাথ। অনুষ্ঠান উপস্থাপনা করে আবৃত্তি শিল্পী শেখর চন্দ্র চৌধুরী।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours