অনলাইন ডেস্ক॥
বগুড়া- রংপুর মহাসড়কের বগুড়ার দীঘলকান্দি ও মানিকচক এলাকায় রাতে দুটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। আগুনে মালামালসহ ট্টাক দুটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রাক বগুড়ার দিঘলকান্দি পৌঁছলে ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে ট্রাক থামায়। তারা ট্রাক ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে, মানিকচক বাজারে আলু বোঝাই করার জন্য একটি ট্রাক দাড়িয়ে ছিল। দুটি মোটরসাইকেল থেকে ট্রাকের উপর ককটেল নিক্ষেপ করলে আগুন লেগে যায়।
অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করেছে। অবরোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।
সূত্র: যায়যায়দিন
+ There are no comments
Add yours