স্টাফ রিপোর্টার॥
আগামীকাল বৃহস্পতিবার ০২ নভেম্বর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর প্রতিনিধি সম্মেলন ২০২৩।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
সভাপতিত্ব করবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক।
স্বাগত বক্তব্য রাখবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব দীপ আজাদ।
এ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়।
+ There are no comments
Add yours