বাংলাদেশ ব্যাংকের বাসসহ ১৯ গাড়িতে আগুন

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের আগে সোমবার হরতালের দ্বিতীয় দিন ঢাকাসহ সারা দেশের কয়েক জায়গায় বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসসহ তিনটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে দুই দিনের হরতালে ১৯টি গাড়িতে আগুন দেওয়া হলো।

দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ষষ্ঠ দফায় আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গতকাল বিকেলে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণসহ ঢাকার পল্টন, মিরপুরসহ আরো কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ডেমরা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধশতাধিক ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। গতকাল সকাল থেকেই রাজধানীতে যানবাহনের উপস্থিতি ছিল।
বেলা গড়িয়ে সন্ধ্যায় সব ধরনের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল বেড়ে যায়।
আবার গুলিস্তান, বাড্ডা, তেজগাঁও এলাকাসহ কোনো কোনো সড়কে দেখা গেছে যানজটও। তবে গতকালও দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।
এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours