অনলাইন ডেস্ক॥
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশে গতকাল বলেছেন, বাইডেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট; আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট না। আপনার রাষ্ট্রদূতকে এত দৌড়াদৌড়ি করতে দিচ্ছেন কেন? বাংলাদেশে ওনার কী কাজ? কাদের সিদ্দিকী গাজীপুরের মাওনা গ্রামে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মিসভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, আমেরিকা বলছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আছে তারা; এককভাবে কোনো দলের পক্ষে না। তাহলে আপনারা যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দাওয়াত করছেন, আমরা কি ভাসা পানা (কচুরিপানা)? আপনি সবকটি দলের সঙ্গে কাজ সারেন, আপনার কী কাজ? ভোট দেবে বাংলাদেশের মানুষ। কৃষক শ্রমিক জনতা লীগের শ্রীপুর উপজেলার আহ্বায়ক মো. আ. হামিদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম দেলোয়ার।
+ There are no comments
Add yours