অনলাইন ডেস্ক॥
ফায়ার সার্ভিস জানিয়েছে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে আগুন দেওয়া। আজ রবিবার (২৯ অক্টোবর) আনুমানিক সকাল ৯টার দিকে আগুন দেওয়া হয় বলেও জানিয়েছেন তারা।
এছাড়া মানিকগঞ্জেও একটি বাসে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেননি বলে জানা গেছে।
উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম জানান, বাসটি রানিং থাকা অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।
সূত্র: জনকণ্ঠ
+ There are no comments
Add yours