বাজেট ৪০০ কোটি পার করলো ব্রহ্মাস্ত্র

Estimated read time 1 min read

বিনোদন ডেস্ক ॥

গণমাধ্যমে খবর করণ জোহর প্রযোজিত বড় বাজেটের ছবিতে দেখা যাবে প্রথম সারির বলিউড তারকাদের। বিগত ২০১৪ সালে ছবির পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি তৈরীর ঘোষণা দেন। এরপর বছরের পর বছর যায়, ‘ব্রহ্মাস্ত্র’ পেছাতে থাকে। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় শুটিং। সেই বছরের ২৪ মার্চ বুলগেরিয়ায় ছবির প্রথম কিস্তির শুটিং ভালোভাবেই শেষ হয়। কে জানত ছবি মুক্তি পেতে পেতে আরও চার বছর লেগে যাবে। কোভিড, তারকার অন্য ছবির শিডিউলসহ বিভিন্ন কারণে বারবার শুটিং পিছিয়েছে।

জানা গিয়েছে, চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয় আলোচিত ছবিটির শুটিং। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি।

শুরুতে জানা গিয়েছিল ছবির বাজেট ৩০০ কোটির বেশি। তবে মুক্তির এক সপ্তাহ আগে জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ বাজেট দাঁড়িয়েছে ৪১০ কোটি রুপি! তা-ও প্রচারণার খরচ বাদে। এটিই হতে যাচ্ছে হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি।

ছবির সঙ্গে যুক্ত একটি বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, এটাই এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। এটা কেন এতটা ব্যয়বহুল, সেটা ছবির প্রতিটি দৃশ্যই বলে দেবে। ছবিটি প্রেক্ষাগৃহে আসা দর্শকদের এমন অভিজ্ঞতা দেবে, যা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবেই ছবির ভিজ্যুয়াল দর্শকদের মুগ্ধ করবে।

খবর বলিউড হাঙ্গামা|

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours