স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারত সরকারের দেওয়া উপহার একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেয়েছে। সোমবার (৭ মার্চ) বিকেলে ভারত সরকারের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হামিদ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ। আলোচনা সভা শেষে সিভিল সার্জনের হাতে অ্যাম্বুলেন্সের একটি চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার।
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে করোনা মহামারির সময়ও অক্সিজেন সরবরাহ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। স্বাস্থ্য খাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
You need to be a part of a contest for one of the finest sites online. I am going to recommend this blog!