অনলাইন ডেস্ক॥
গ্রীষ্মকালীন গ্রাফটিং বারি-৮ জাতের টমেটো চাষ করে লাভবান হয়েছেন এক কৃষক। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাঘপাশা গ্রামের বাসিন্দা, তার নাম রুহুল আমিন মানিক মিয়া।
মাত্র ১০ শতক জমিতে টমেটো চাষ করে সফলতার মুখ দেখেছেন। বর্তমান সময়ে তাকে দেখে এলাকার অনেকেই গ্রাফটিং টমেটো চাষে আগ্রহী হচ্ছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, টমেটো চাষে কৃষক মানিক মিয়া মালচিং পেপার ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। ক্ষেতে জৈব বালাইনাশক দেওয়া হয়েছে। এতে বিষমুক্ত টমেটো উৎপাদন হয়। কারণ এই জাতের টমেটোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ওই কৃষক ক্ষেত থেকে এসব টমেটো সংগ্রহ করে স্থানীয় বাজারে প্রতি কেজি ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।
কৃষক মানিক মিয়া গণমাধ্যমকে বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি প্রায় ১০ শতক জমিতে গ্রাফটিং টমেটো জাত বারি-৮ আবাদ করে বেশ সফলতা পান। প্রায় ১০ হাজার টাকা খরচে আবাদ করে এখন ৫০ হাজার টাকার টমেটো বিক্রি হয়েছে তার।
+ There are no comments
Add yours