বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত! খরচ ৬০ লাখ রুপি

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক ॥

ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের মূর্তির ছবি। একেই বলে ভক্তের কাণ্ড। ৬০ লাখ রুপি খরচ করে মহা ধুমধাম করে বাড়িতে বিগ বির মূর্তি বসালেন ওই ভক্ত।
জানা যায়, এই ভক্ত দম্পতির নাম রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে বসবাস করছেন।
তাদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করেই ফেললেন তার মূর্তি।

শুধু তাই নয়। তারা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে।

সেইখান থেকেই ছবি টুইট করে তারা লেখেন, শনিবার ২৭ আগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মি. বচ্চনের অনেক ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন। ৫০০ এরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

ভক্তের এমন সম্মানের কথা জেনে গেছেন অমিতাভ বচ্চনও। ভক্তের এই সম্মান দেখে অমিতাভ বিনয়ের সঙ্গে জানান, এই সম্মানের যোগ্য নন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours