অনলাইন ডেস্ক॥
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় নির্বাচনের কার্যক্রমে যুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাসহ দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগেরভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
+ There are no comments
Add yours