বিনোদন রিপোর্ট॥
সালমান খানের ডাকে তিনি মুম্বাই যাচ্ছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী।
ভারতের আলোচিত রিয়্যালিটি শো বিগ বসের নতুন সিজনে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
সালমান খানের ডাকে তিনি মুম্বাই যাচ্ছেন বলে এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
এখন নির্মাতাদের সঙ্গে তার পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলছে বলে খবর এসেছে ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যমে।
নুসরাত ঘনিষ্ঠদের সূত্রে বিস বসে তার ডাক পাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে বলে আনন্দবাজার জানিয়েছে।
পত্রিকাটির পক্ষ থেকে নুসরাতের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। তবে তার মুখ থেকে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কিছুই বের করা যায়নি। তিনি শুধু বলেছেন, “এনিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।”
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিগ বস সিজন ১৬-এর নির্মাতারা প্রতি শোর জন্য সপ্তাহে ১৬ লাখ রুপি প্রস্তাব করেছেন নুসরাতকে।
টলিউড অভিনেত্রী নুসরাত ভারতের পার্লামেন্টেরও সদস্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার রাজনীতিতে পা রাখা।
অভিনয়ের পাশাপাশি নুসরাতের ব্যক্তিজীবনও রয়েছে গণমাধ্যমের চর্চায়। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ এবং এরপর অভিনেতা যশের সঙ্গে সম্পরক এবং সন্তানের জন্ম দেওয়া নিয়েও সংবাদের শিরোনাম হয়ে ছিলেন তিনি।
কালার টিভিতে প্রচারিত রিয়্যালিটি শো বিগ বসের ষোড়শ সিজনেও থাকছেন বলিউড তারকা সালমান খান। এর আগে এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিতাভ বচ্চন, শিল্পা শেঠি, ফারাহ খানের মতো তারকারা। তবে ২০১০ সাল থেকে সালমানই এই দায়িত্ব সামলাচ্ছেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে নিয়মিত বিগ বসের আপডেট ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকগুলো ছবিতে দেখা বোঝা যাচ্ছে, সেটটি এখনও নির্মাণাধীন। ছবিতে প্রচুর সোনালি এবং নীল রঙ দেখে ধারণা করা হচ্ছে, এবারের শো’র থিম হবে অ্যাকোয়া।
+ There are no comments
Add yours