অনলাইন ডেস্ক॥
দীপাবলি উৎসবে ফের আলোচনায় রাশমিকা-বিজয়। এবার স্রেফ ভিত্তিহীন চর্চা নয়, রীতিমতো প্রমাণ মিলিয়ে দেখালো নেটিজেনরা। যার ফলে বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমেও।
রবিবার (১২ নভেম্বর) দীপাবলির শুভেচ্ছা জানান বিজয়। পরিবারের সঙ্গে নিজ বাড়িতে তোলা ছবিতে ভক্তদের ভালোবাসা জানান তিনি। সেই ফ্রেমে বিজয়ের সঙ্গে তার বাবা-মা ও ছোট ভাই রয়েছেন। অন্যদিকে রাশমিকা পোস্ট দিয়েছেন নিজের সিঙ্গেল ছবি। মজার ব্যাপার হলো, দুজনের পোস্টের ক্যাপশন একই- ‘হ্যাপি দিওয়ালি মাই লাভস।’
না, ক্যাপশন নিয়ে মাতামাতি নয়, বরং নেটিজেনদের জোর দাবি, দীপাবলির উৎসব বিজয়ের বাড়িতেই উদযাপন করেছেন রাশমিকা। প্রমাণস্বরূপ দুই তারকার ছবির মধ্যে দেয়াল ও চেয়ারের নকশা মিলিয়ে দেখিয়েছেন অনুসারীরা। যেটা লক্ষ্য করলে তাদের একসঙ্গে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। যদিও তারা বরাবরই নিজের সম্পর্ককে বন্ধুত্ব বলে আসছেন। কিন্তু এর আগেও একাধিকবার তাদেরকে একই স্থান থেকে ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল।
+ There are no comments
Add yours