অনলাইন ডেস্ক॥
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে পরিচালিত দেশের সব সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্ক সবার জন্য উন্মুক্ত থাকবে। এ দিন সর্বসাধারণ টিকিট ছাড়াই এসব স্থানে প্রবেশ করতে পাবে।
সোমবার (১১ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে দিনটি উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়নবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসের এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ দিন উদযাপনে মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থাগুলোর ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে।
+ There are no comments
Add yours