অনলাইন ডেস্ক::
বিয়ের এক বছর পর গতকাল বিয়ের খবর জানালেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। তাঁর স্বামী সবুজ খন্দকার যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি। লিজা ও সবুজের পরিবারের উপস্থিতিতে গত বছর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে তাঁদের। বিয়ের পর সবুজ যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন, সম্প্রতি দেশে ফিরেছেন।
‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’খ্যাত গায়িকা লিজা বলেন, “অনেকে বলছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা মোটেও সত্য নয়। আমি কেন গোপনে বিয়ে করব! আমাদের বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, এত দিন বিয়ের খবরটা গোপন রেখেছিলাম, তার মানে এই নয় আমরা কখনো জানাতাম না।
সবুজ মাত্র দেশে ফিরল। একটা সুন্দর দিন দেখে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা ভাবছি।’
+ There are no comments
Add yours