অনলাইন ডেস্ক॥
দাতব্য কাজে অবদান রাখার জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির করা ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন মিয়ানমারের অভিনেত্রী কিন হেনিন ওয়াই।
২০১৪ সালে এই বার্মিজ অভিনেত্রী নিজের নামে একটি ফাউন্ডেশন খোলেন। তার এই সংস্থা এতিম ও মাবা-বাবা পরিত্যক্তদের নিয়ে কাজ করে থাকে।
এরকম ১০০ শিশুকে সাহায্য করেছেন এই অভিনেত্রী। তিনি শিশু পাচারের বিরুদ্ধেও কাজ করেন।
সিনেমা ‘সান ইয়ে’ মুক্তি পেয়েছিল প্রায় ২৫ বছর আগে। সেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কিং হেনিন ওয়াই। এরপর থেকেই দেশটিজুড়ে বাড়তে থাকে তার জনপ্রিয়তা।
তিনি মিয়ানমারের সিনেমার অন্যতম সফল অভিনেত্রী। বিবিসির প্রকাশ করা বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তার সাথে আরো কয়েকজন অভিনেত্রীর ঠাই হয়েছে।
+ There are no comments
Add yours