বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ডটি তুর্কির মেহমেত ওজিইউরেক নামক এক ব্যক্তির। ২০১০ সালে প্রথম গিনেস বুকে নাম লেখান ৭১ বছর বয়সী মেহমেত। তবে এখন পর্যন্ত লম্বা নাকের জীবিত ব্যক্তি । তার নাকের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার |
ওজিইউরেকের নাকের দৈর্ঘ্য, জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়। দিন দিন তা বেড়েই চলেছে। ১০ বছর আগে ৮ অক্টোবর সরকারিভাবে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি দেওয়া হয়। নতুন করে এখনো তার নাকের দৈর্ঘ্য মাপা হয়নি। তবে তার এই রেকর্ড এখনো কেউ ভাঙতেও পারেন নি।
এর আগে ইতিহাসে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড ছিল থমাস ওয়েদারস নামে ইংল্যান্ডের এক বাসিন্দার। অষ্টাদশ শতাব্দীতে থমাসের নাক অস্বাভাবিকভাবে বেড়ে ১৯ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তিনি ছিলেন একজন সার্কাস অভিনেতা। মাত্র ৫২ বছর বয়সে তিনি মারা যান। এমন খবর পাওয়া গেলো ইন্ডিয়া টাইমস সূত্রে।২০১০ সালে থমাস ওয়েদারসের কাছ থেকে রেকর্ড হস্তান্তরিত হয়ে জীবিত ব্যক্তি হিসেবে ওজিইউরেকের নামে চলে আসে। তিনি গত এক দশক থেকে এই রেকর্ডটি ধরে রেখেছেন। তবে শিগগিরই হয়তো নিজের রেকর্ড নিজেই ভাঙবেন ওজিইউরেকের।
+ There are no comments
Add yours