অনলাইন ডেস্ক॥
হঠাৎ করে শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া।
আর এই খবর ছড়িয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাস থেকে।
যদিও এ নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির কাছ থেকে। তবে মুন্নির ফেসবুক ওয়ালেই আরেকটি স্ট্যাটাসে জানানো হয়, ‘ফেসবুক আইডিটি গতকাল রাতে হ্যাকড হয়েছিল এবং অনেকক্ষণ তার নিয়ন্ত্রেণে ছিল না। ইতিমধ্যে আইডিটি উদ্ধার করে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
কিন্তু, সত্য মিথ্যা- যাই হোক না কেন, যা হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। অর্থাৎ সেই ফেসবুক মুন্নির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। মুন্নির এ ফেসবুক স্ট্যাটাস ইস্যুতে জানতে চাইলে গণমঅধ্যকে বুবলী বলেন, ‘সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও এখন রুচিতে বাঁধছে। এটা কোনো কথা। আপনারাই বলেন… শুনেছি হ্যাকাররা নাকি ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।’
+ There are no comments
Add yours