অনলাইন ডেস্ক॥
বৃহস্পতিবার থেকে দেশের উত্তর (রংপুর-রাজশাহী) এবং পশ্চিমাঞ্চলে (খুলনা) শীত বেড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এখন সারা দেশে কুয়াশা পড়ছে। কোথাও কোথাও ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এই পরিস্থিতিও আগামী কয়েক দিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগেরদিন যা নওগাঁর বদলগাছীতে ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
+ There are no comments
Add yours