অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনাটি ঘটেছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।
এ রিপোর্ট লেখার সময় লাইনচ্যুতির কারণে আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
সহকারী স্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনের পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours