ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাবেক সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাফিজুর রহমান মোল্লা  জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি শহরের দক্ষিণ মোড়াইল এলাকার জারু মোল্লার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন গণমঅধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাফিজুর রহমান মোল্লা কচির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours