কসবা সংবাদদাতা॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে মো. আরিফ নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ (২০) উপজেলার বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিকেলে গঙ্গানগর রেললাইন এলাকায় অতিক্রম করার সময় আরিফ ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, আরিফ মানসিক রোগী ছিলেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours