ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মো. শামিম মুন্সি নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ভাতশালা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম মুন্সি (৪২) মাদারীপুর জেলার সদর উপজেলার কলাবাড়ি এলাকার মান্নান মুন্সির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার এসআই সুব্রত বিশ্বাস বলেন, সকালে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশের কাছে শামিম মুন্সি নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
+ There are no comments
Add yours