ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

Spread the love

স্টাফ রিপোর্টার॥

ব্রাহ্মণবাড়িয়ায় সায়মা জেরিন নামে এক গৃহবধূ বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১১টার দিকে জেলা শহরের গোকর্ণঘাট (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সায়মা জেরিন (৩০) জেলা শহরের গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার স্ত্রী ও উত্তর পৈরতলার ছয়ঘড়িয়া পাড়ার আবুল কাসেমের মেয়ে।

জানা যায়, প্রায় ১৪ বছর আগে জেরিনের সঙ্গে জেলা শহরের গোকর্ণঘাট দক্ষিণ পাড়ার গণি মিয়ার ছেলে হান্নান মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়।
তাদের দাম্পত্য জীবনে রামিশা (১২) ও রাফিসা (১০) নামে দুটি মেয়ে সন্তান আছে।
বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এমকি যৌতুকের টাকার জন্য একাধিকবার সায়মা জেরিনকে মারধর করেন হান্নান। এসব বিষয় নিয়ে হান্নানের সঙ্গে অভিমান করে সায়মা জেরিন বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূ এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করছিলো।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours