ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥
মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর আসনের আওয়ামীলীগ মনোনীত, হেভিওয়েট প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
২৯ নভেম্বর বুধবার বেলা ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় মোকতাদির চৌধুরী’র পত্নী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তার সাথে ছিলেন।
এর আগে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে দোয়া এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি। সেখানে হরতাল-অবরোধ বিরোধী দলের এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
+ There are no comments
Add yours