ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন ৫৫ জন

Estimated read time 1 min read
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি সংসদীয় আসনে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার ও বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও সহকারী রিটানিং অফিসারদের কাছে ৫৫ জন মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন, আওয়ামী লীগের বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, জাকের পার্টির মো. জাকির হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন, জাতীয় পার্টির মুহাম্মদ শাহনুল করিম, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ বকুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান, রোমা আক্তার ও এটিএম মনিরুজ্জামান সরকার।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন, আওয়ামী লীগের মো. শাহজাহান আলম সাজু, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ইসলামী ঐক্যজোটের মো. আবুল হাসনাত, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন, তৃণমূল বিএনপির মাইনুল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন, আওয়ামী লীগের র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জাকের পার্টির মো. সেলিম কবির, ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আবদুর রহমান খান (ওমর), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী, স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী, ফিরোজুর রহমান, মো. কাজী জাহাঙ্গীর, ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাকসুদুল হক আক্কাছ, জাতীয় পার্টির মো. রেজাউল ইসলাম ভূঁঞা, বাংলাদেশ সুপ্রীম পার্টির সোহেল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) জামাল রানা।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুল হক, জাকের পার্টির মো. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাহীন খান, জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ, বাংলাদেশ কংগ্রেসের বজলুর রহমান মিলন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন, আওয়ামী লীগের ফজলুর রহমান, জাকের পার্টির মো. জমশেদ মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির জামাল সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আখতার হোসেন সাঈদ, স্বতন্ত্র প্রার্থী একেএম মামিনুল হক সাঈদ, জাতীয় পার্টির (জাপা) মো. মোবারক হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোস্তাক, ইসলামী ঐক্যজোটের (আইওজে) মো. মেহেদী হাসান, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ, তৃণমূল বিএনপির মুফতী হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের এ. বি তাজুল ইসলাম, জাকের পার্টির মো. আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. আমজাদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির কবির মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours