সরাইল ও বিজয়নগর সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানীর ঘটনা ঘটোছ। জানা গিয়েছে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে চারজন নিহত হয়েছেন। আমাদের বিজয়নগর সংবাদদাতা জানান- বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়।
পরে আহত অবস্থায় দুইজনের একজনকে জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যায়। ঘটনাস্থলে নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান হোসনে আরা বেগম (৪৮)।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকাল পৌনে সাতটার দিকে সিলেট অভিমুখি একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান। পরে আরো দু’জন মারা যাওয়ার কথা জানতে পেরেছেন বলে জানান তিনি।
+ There are no comments
Add yours