অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। এরইমধ্যে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মাইনুল হাসান তুষার সাংবাদিকদের বলেন, ‘শনিবার (১৮ নভেম্বর) তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। রোববার বিকেলে তা দলীয় কার্যালয়ে জমা দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘গত উপ-নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেয়নি। তাই তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছি। আমার বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সংসদে যেতে চাই।’
প্রসঙ্গত: গত ৩০ সেপ্টেম্বর মারা যান উকিল আব্দুস সাত্তার ভূঞা। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাত্তারপুত্র মাইনুল হাসান তুষার। এরপর থেকে ব্যাপক আলোচনায় ছিলেন তুষার। কিন্তু অবশেষে এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেন।
+ There are no comments
Add yours