স্টাফ রিপোর্টার॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমরেড অ্যাড কাজী মাসুদ আহমেদের পক্ষে হাতুড়ী প্রতিকে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির হাত থেকে গতকাল বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিজয় নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, ওয়ার্কার্স পার্টির বিকল্প সদস্য ও যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, বিকল্প সদস্য এটিএম নাসির মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
+ There are no comments
Add yours