রুদ্র মোহাম্মদ ইদ্রিস::
পুরো বিলজুড়ে আসন পেতেছে পদ্ম ফুল আর পদ্মফুল। যত দুর আপনার চোখ যায় দেখবেন শুধু পদ্ম ফুলের হাসি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ঘাগুটিয়া- এখানেই প্রতিবছর দেখা মেলে পদ্ম ফুলের চোখ জুড়ানো হাসি।
প্রায় ১২০ একর এলাকা জুড়ে রয়েছে এই পদ্মবিল। বিলের ওপাড়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মাধবপুর গ্রাম। স্থানীয়দের কাছে বিলটি পদ্মবিল নামেই বেশি পরিচিত। বিল জুড়ে যখন পদ্ম ফুটে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসে প্রকৃতি প্রেমিরা। স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায়, প্রতিবছর আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত এ বিলে পদ্ম ফোটে। বিল থেকে পানি নেমে গেলে ফুলও উধাও হয়ে যায়। বাকি সময় স্থানীয় কৃষকরা বিলে ধান চাষ করে থাকে।
স্থানীয়রা জানায়, বিশাল বিলজুড়ে যখন পদ্ম ফোটে দুর-দুরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসে। কেউ ছবি তুলে, কেউ আবার ডিঙি নৌকা নিয়ে বিল ঘুরে বেড়ায়। ফেরার সময় তুলে আনে বাহারি পদ্ম। এখানে এতো বিপুল পরিমাণ দৃষ্টিনন্দন পদ্ম, যা থেকে চোখ ফেরানো দায়।
জানা যায়- সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজায় লাগে এ পদ্ম ফুল। পূজার সময় বাংলাদেশ ও ভারতের মানুষ বিল থেকে ফুল সংগ্রহ করে। এমন কি আগরতলা বটতলীবাজারে এ ফুল বিক্রিও করা হয়।
+ There are no comments
Add yours