সংবাদদাতা॥
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
+ There are no comments
Add yours