ব্রাহ্মণবাড়িয়ার নারী ক্রিকেট টিম এর সদস্যগন ঢাকা গমন।

Estimated read time 1 min read
Spread the love

এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া নারী ক্রিকেট টিম এর ১০ জন সদস্য Dhaka women’s first Division qualifying T-20 cricket League -21-22 খেলার জন্য ঢাকা গমন করে।তারা ঢাকা’র দুইটি টিমে ভাগ হয়ে Qualifying ম্যাচে অংশগ্রহন করবে। আগামী ২৯ তারিখ থেকে ম্যাচ শুরু হবে যা আগামী ১৩ ই ডিসেম্বর ফাইনাল ম্যাচ এর মধ্যে দিয়ে খেলাটি শেষ হবে। রিয়া,লিটা,চম্পা,তানিয়া তারা Sumon Cricket Academy হয়ে মাঠে নামবে এবং  এনি,মাসুমা,সাবেরা,এসনা,সাফিয়া তারা Urban & Cultural Development Academy হয়ে খেলবে।

ইতিমধ্যে রংপুর টুর্নামেন্ট এর পর এই প্রথম তারা Qualifying  ম্যাচ খেলার জন্য ঢাকা গমন করে।খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি ও ব্রাহ্মণবাড়িয়া নারী ক্রিকেট টিম এর পৃষ্ঠাপোষক ও টিম ম্যানেজার শিশির সিকদার বলেন নারীরা সকল দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে ন্যাশনাল টিমের নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখছে।ঠিক এমনি করে একদিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরাও ন্যাশনালে জায়গা করে নিবে।আমি আশাবাদী।সেজন্য দরকার সকলের সহযোগীতা। সকলের কাছে দোয়া কামনা করছি।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours