সরাইল সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া চৌরাস্তার এলাকায় মোড়ে । নিহত শিশুর নাম মোঃ রাসেল খান (১২), তার পিতার নাম মোঃ আউয়াল খান। ট্রাকটরের চালক আবু বক্কর ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। সে হবিগঞ্জ জেলার মাধবপুর সাতবর্গ এলাকার তাহের মিয়ার ছেলে। জানা গেছে, টেকপাড়ার ভিতর দিয়ে জনগণের পায়ে চলাচলের একটি রাস্তা রয়েছে। উক্ত রাস্তা দিয়ে গ্রামের ব্রিক ফিল্ডের প্রতিদিন ৩০টি ট্রাক দিয়ে মাঠ থেকে মাটি ভর্তি করে ব্রিক ফিল্ডের আনা নেওয়া করছে। ফলে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। গ্রামের জনগণ বাঁধা দিলে তাদের উপর চলে অত্যাচার। বিকেলে রাস্তা দিয়ে ট্রাক চলাচলে বাঁধা দিলে কাপ্তান ও তার লোকজন প্রতিবেশীদের উপর হামলা করে। স্থানীয় জনতা জানায়, এ সময় কাপ্তান মিয়া প্রকাশ্যে হুমকি দেয়, কাল থেকে ট্রাক চলাচলের সময় উক্ত রাস্তায় যাকে পাওয়া যাবে তাকেই মাটি বোঝাই ট্রাকের নীচে ফেলে শেষ করে দিব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিহত রাসেল খানের মা- বাবা ও প্রতিবেশীদের করুন আহাজারী। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ জানান, লাশ উদ্ধার করে জেলা শহরে মর্গে পাঠানো হয়েছে, পরিবারের পক্ষথেকে থানায় এখনো কোনো অভিযোগ করেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours