ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

Estimated read time 0 min read

স্টাফ রিপোর্টার॥ ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস ব্রাহ্মণবাড়িয়ার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ ২৪ আগস্ট বুধবার শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে গণমাধ্যম ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে পৃথক পৃথক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা হয়েছে। এটি ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল এর একটি সহাযোগী এবং ব্রাহ্মণবাড়িয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান। যৌক্তিক মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির রোগমুক্তি কামনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাদের সুচিন্ত ও গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, মিডিয়া কোঅর্ডিনেটর মো. সাহেদ হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান সোহাগ এবং ব্র্যাঞ্চ ম্যানেজার সরকার মনোয়ারুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তর এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. মনির হোসেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours