ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

Estimated read time 1 min read
Spread the love

রুদ্র মোহাম্মদ ইদ্রিস ও আলাউদ্দিন আল হিমেল॥

বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য আগামী ৫০ বছরেও বিএনপি বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারবে না । আর এসব কারণেই আজ তারা হতাশ। আর এই হতাশা থেকেই তারা সরকারের বিরোদ্দে নানা ধরনের মিথ্যাচার করছে। রাস্তায় নামছে- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে। কারণ তারা জানে শেখ হাসিনা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়ন-অগ্রগতির এই ধারা যদি অব্যাহত থাকে এ দেশের জনগণ সবসময় শেখ হাসিনার প্রতি আস্থাশীল থাকবে।

আজ ৫ মার্চ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, কিছুদিন আগে বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে- রাজনৈতিক কর্মসূচিও দেওয়া শুরু করলেন। তারা বিএনপি নেত্রীর মুক্তি চাইলেন। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। কারা বিধান অনুযায়ী তিনি সকল সুযোগ সুবিধা পাচ্ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। এরপর বিএনপি নেতারা দাবি করলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এখন বাড়িতে আছেন। তারা নতুন ইস্যু তৈরি করলেন নির্বাচন কমিশন নিয়ে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নির্বাচন কমিশন গঠনে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ পন্থা অবলম্বন করেছেন। আমাদের দেশে যেহেতু নির্বাচন কমিশন আইন ছিল না, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করলেন। পরামর্শ করে তাদের দেওয়া নামের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে; সার্চ কমিটির নামগুলো যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এটাই ছিল গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ বর্ধিত এই সভায়- বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী এবং আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনের সংসদ সদস্য- বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বর্ধিত সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

1 Comment

Add yours

+ Leave a Comment