ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি প্রজেক্টের কাশবন এখন বিনোদন প্রেমিদের দখলে

Estimated read time 0 min read
Spread the love

ইমতিয়াজ আহমেদ রুবেল॥

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামে অবস্থিত ডিসি প্রজেক্ট। আর সেখনেই এখন জেলা মডেল মসজিদ আর কাশবন ঘিরে এই জায়গাটি বিকেল হলেই বিনোদন প্রেমিদের দখলে চলে যায়।

বিকেল হলেই শতশত নারী পুরুষ ডিসি প্রজেক্টে থাকা কাশবনে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। প্রজেক্টের নির্মান কাজ এখনো শেষ না হওয়ায় পুরো প্রজেক্টেই ছেয়ে গেছে এখন কাশবনে। ডিসি প্রজেক্টের ভেতরেই নির্মিত হয়েছে মডেল মসজিদ। মডেল মসজিদ নির্মান হওয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে কাশবনও।

মডেল মসজিদ ও কাশফুলে মিলে ডিসি প্রজেক্ট এলাকাকে হয়ে উঠেছে নৈসর্গিক সৌন্দর্যের ভান্ডার। প্রতিদিন কাশফুল দেখতে সেখানে ভীড় জমে হাজারো মানুষের। দুপুরের পর থেকেই সেখানে ঢল নামে প্রকৃতিপ্রেমীদের।

মানুষ দল বেঁধে সেখানে যান কাশফুলের শুভ্রতা উপভোগ করতে। প্রকৃতিপ্রেমীরা সেখানে গিয়ে ছবি তুলেন। প্রতিদিন হাজারের মানুষের পদভারে সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সেখানে ছবি তোলার জন্য রয়েছে কয়েকজন পেশাদার ফটোগ্রাফার।

প্রকৃতিপ্রেমীদের অনেকেই আবার খাদেমের অনুরোধ না শুনে মসজিদের বারান্দা, মসজিদের দোতলায় গিয়েও ছবি তুলেন।
আর এতে করে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours