স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে তৃতীয় দিনেও অভিযান পরিচালিত হয়েছে। বুধবার তৃতীয় দিনে অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্হানে এই অভিযান পরিচালনা করে দুই হাসপাতালকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে জেলা শহরের কুমারশীল মোড়ের একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও হাসপাতালের এনআইসিইউ কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং পাইকপাড়ার অপর একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল দুটিতে অব্যস্থাপনা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও এনআইসিইউ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অপরটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
+ There are no comments
Add yours