ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে ও বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর পিফোরডি প্রকল্পের আওতায় ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। তিনি বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে আইন প্রয়োগসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপসচিব ও পিফোরডি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মোখলেসুর রহমান ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোঃ মাঈন উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেসা । ডায়ালগের সূচনা বক্তব্য রাখেন পিফোরডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান। । ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজুর সভাপতিত্বে বাল্য বিবাহের উপর পজিশন পেপার উপস্থাপন করেন গবেষক নেহার রঞ্জন সরকার।
মুক্ত আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন.পরিবার পরিক্রপনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতিউর রহমান,প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, ওসি মোঃএমরানুল ্ইসলাম,অধ্যক্ষ সোপানুল ইসলাম,সাংবাদিক আফম কাউসার এমরান, ইউপি চেয়ারম্যানআজম হাজারী আঙ্গুর,আল আমিনুল হক পাভেল, পৌর কাউন্সিলর নিলুফা ্ইয়াসমিন,হোসনে আরা,কাজি সমিতির সভাপতিকাজী ইয়াহিয়া মাসুদ,ম্যারিজ রেজিষ্টার উজ্জল চক্রবর্তী,এডভোকেট হাসিনা ,। ভার্চয়ালী যুক্ত হয়ে বক্তৃতা করেনডিপিএফ সদস্য আইয়ুব খান ও মাহবুব খান।
সভায় বক্তারা বাল্য বিবাহের কুফল তুলে ধরে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন সুপারিশ পেশ করেন।
এছাড়া ডায়ালগে পিফোরডি প্রকল্পের ডেপুটি টিম লিডার নাজির আহমেদখান,রিজিওনাল কোঅর্ডিনেটর মোঃ আলমগীর মিয়াও জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম উপস্থিত ছিলেন।
ডায়ালগে জেলা পর্যায়ের কর্মকর্তা,সাংবাদিক ,শিক্ষক,এনজিও প্রতিনিধি,ইমাম কাজী,, ভুক্তভোগীগন ্্্্্্্্্্্্উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours