মোঃ মনির হোসেন সরাইল থেকে:
ব্রাহ্মলবাড়িয়া জেলার ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের ইসলামবাদ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দিগন্ত বাসের হেলপার মো. জামান মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছে। নিহত জামান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের আরফুজ মিয়ার ছেলে। বুধবার সকাল ১১টার দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত খুশি পরিবহন (কুমিল্লা – ব ০৫-০০৪৭) নম্বরের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় সরাইলের ইসলামাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও বাসে থাকা যাত্রীরা জানায়, বাসটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সরাইলের ইসলামাবাদ স্থানে এসে দরজায় দাঁড়িয়ে থাকা বাসের হেলপার হাত ফসকে গাড়ির চাকার নিচে পরে যায়। ঘটনার স্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওই হেলপার। পরে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটিকেও আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours