স্টাফ রিপোর্টার॥
শুক্রবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের গোকর্ণঘাট এলাকার পশ্চিম পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
হৃদয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের নরসিংসার গ্রামের হোসেন মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে গোকর্ণঘাট এলাকার পশ্চিম পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানায়,
দুপুরে হৃদয় গোসল করে ভেজা কাপড় বারান্দার রশিতে শুকাতে দিচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই ভেজা কাপড়ের স্পর্শ লাগে। এতে সে গুরুতর আহত হয়।
এসময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
+ There are no comments
Add yours