ব্রাহ্মণবাড়িয়ায় রাত থেকে যৌথ বাহিনীর টহল

Estimated read time 1 min read

অনলাইন ডেস্ক॥

বিএনপি-জামাতের ডাকা তিনদিনের অবিরোধ কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাত যৌথ বাহিনী মাঠে নেমেছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার সমন্বয়ে দল টহল শুরু করে। তিনদিন অবরোধকে সামনে রাখে মাঠে কাজ করবে এ যৌথ বাহিনী।

জানা যায়, ২৮ অক্টোবর রাজধানীতে পৃথক সমাবেশের ডাক দেয় বিএনপি ও জামায়াত। ওই দিন পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। পরদিন ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি ও জামায়াত। হরতাল শেষে রাতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সড়ক, রেলপথ ও নৌপথে অবরোধের ঘোষণা দেয় বিএনপি। জামায়াতও পৃথক ভাবে একই সময়ে অবরোধের ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানমালের নিরাপত্তায় কাজ শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোনো প্রকার নাশকতা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। তাই সোমবার রাত থেকে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথবাহিনী টহল দিচ্ছে। যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা আছেন।

২৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ গণমাধ্যমকে বলেন, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীতে বিজিবির সদস্যরাও কাজ করছে। জেলার মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেওয়া হবে।

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours