বিশেষ প্রতিনিধি॥
চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় শারদ সম্মাননা পেলেন মানবিক চিকিৎসকখ্যাত লীলাময় ভট্টাচার্য। ব্রাক্ষণবাড়িয়া হতে প্রকাশিত শারদীয়া নবপত্রিকার এ বছর ৯ম বর্ষপূর্তিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। গত ২৪ অক্টোবর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া মহাদেব পট্টির শিব বাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গনে এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শারদীয়া নবপত্রিকা সম্পাদক ও প্রকাশক প্রসন্ন দাসের সঞ্চালনায় এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক ও বাচিকশিল্পী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাবেক আহবায়ক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সঞ্জীব চন্দ্র সাহা (বাপ্পী), ভারত -বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাম ঠাকুর ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চন্দ্র দেব,পুষ্পাঞ্জলী সংসদের হিসাব রক্ষক রনি বণিক,পরান কুমার বণিক পাপ্পু, শারদীয়া নবপত্রিকার লেখক সৌরভ বণিব, তরুণ লেখিকা বনশ্রীদেবী, রোপক ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শারদীয়া নবপত্রিকার প্রকাশনার ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা লীলাময় ভট্টাচার্যর হাতে তুলে দেন। সবশেষে লীলাময় ভট্টাচার্য শারদীয়া নবপত্রিকা সম্মাননা পেয়ে সংশিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ও শারদীয়া নবপত্রিকা প্রকাশনার সমৃদ্ধি সফলতা কামনা করেন।
+ There are no comments
Add yours