ইমতিয়াজ আহমেদ রুবেল:
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে ৪ বিভাগীয় শেখ রাসেল হুইলচেয়ার টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) কাউতুলীতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন হুইলচেয়ার ক্রিকেট টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়িকা নাসরিন আক্তার নিপুণ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক ও এ মালেক গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক প্রমূখ।
টুর্নামেন্টে চট্রগ্রাম পাওয়ার, ঢাকা কিং, রাজশাহী ডিলাক্স ও সিলেট ফাইটার টিম অংশগ্রহণ করেছে। এতে সারাদেশের ৪৫জন বিশেষ চাহিদা সম্পন্ন হুইলচেয়ার ক্রিকেট খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের যে প্রয়াস তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুক্ত। সেই প্রয়াস আমরা সকলে মিলে সফল করে তুলবো। প্রতিবন্ধীরা আমাদেরই সমাজের, আমাদেরই সন্তান তারা। তারা যেন সমাজের প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে মনে করে, অন্য দশজন মানুষের মতো অধিকারী তারা মনে করেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।
চিত্র নায়িকা নাসরিন আক্তার নিপুণ বলেন, কোলকাতাতে ভারতের সাথে অনুষ্ঠিত হওয়া হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টেও আমি গিয়েছিলাম। তারা যেখানেই খেলার আয়োজন করবে, আমি তাদের সব খেলায় যেতে চেষ্টা করবো। আমি তাদের টুর্নামেন্ট গুলোর সাথে থাকতে চাই। তিনি বলেন, যারা না দেখবে তারা বুঝতে পারবে না। হুইলচেয়ারে বসে কিভাবে এতো সুন্দর ভাবে খেলে। তারা সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবে।
টুর্নামেন্টের আয়োজক ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না বলেন, এই টুর্নামেন্টে সারাদেশের ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। এতে আমরা অনেক খুশি। আমরা শুধু একটি বার্তা দিতে চাই-‘আমরা পারি, আমাদের পাশে দাড়ান এবং সুযোগ দেন। আমরা যেন হুইলচেয়ারে বসে সাকিব-তামিমদের মতো লাল সবুজের পতাকা তুলে ধরতে পারি। অতীতেও আমিরা আন্তর্জাতিক ও জাতীয় ভাবে হুইল চেয়ারে বসে এই লাল সবুজের পতাকা তুলে ধরেছি।
+ There are no comments
Add yours