ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বিভাগীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে ‘চট্রগ্রাম পাওয়ার’ চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার॥
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) নিয়ে ৪ বিভাগীয় শেখ রাসেল হুইলচেয়ার টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ‘চট্রগ্রাম পাওয়ার’ দল। রোববার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ রানে সিলেট ফাইটার্স’কে পরাজিত করে চট্রগ্রাম পাওয়ার’ দল।
টসে জিতে চট্রগ্রাম পাওয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলীয় ব্যাটসম্যান সুমন সর্বোচ্চ ৭৫ রান করেন। ব্যাটিংয়ে নেমে সিলেট ফাইটার্স ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান করে। ফলে ৪ রানে জয়লাভ করে চট্রগ্রাম পাওয়ার টিম। ম্যান অব দ্য ম্যাচ হন চট্রগ্রাম টিমের সুমন।
খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. একরামউল্লাহ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, দৈনিক ফ্রনটিয়ার সম্পাদক ও আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক, সাংবাদিক আল আমিন শাহীন ও ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আমরা কাউকে পেছনে রেখে নয়, আমি যদি এগিয়ে যায় আপনারা পেছনে থাকবেন সেই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখে যাননি। ২০৪১ সালের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের রূপকল্পে করেছেন সেই বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্নরাও আছেন। এই ধারাবাহিকতায় যদি এগিয়ে নেওয়া যায় আপনারা আমাদের সম্পদ হবেন। এগিয়ে যাওয়া বাংলাদেশে আপনারাও ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত: আগের দিন এই খেলার উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এদিন খেলা উপভোগ করে উৎসাহ প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়িকা নিপুণ।
+ There are no comments
Add yours